বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

গুগল ফেসবুক টুইটারকে ট্রাম্পের হুঁশিয়ারি

এবার ইন্টারনেট জায়ান্ট গুগল, ফেসবুক ও টুইটারের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ এসব প্রতিষ্ঠান তার বিরুদ্ধে পক্ষপাত করছে। ট্রাম্প বলেন, গুগল অনেক মানুষের কাছ থেকে অনেক সুবিধা নিয়েছে। এর আগে মঙ্গলবার সার্চ ইঞ্জিন গুগলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন ট্রাম্প। এক টুইট বার্তায় তিনি বলেছিলেন, গুগলে ট্রাম্প নিউজ লিখে সার্চ করলে যেসব রেজাল্ট দেখায় সেগুলো শুধু ‘ফেক নিউজ মিডিয়া’র। তিনি বলেন, তাদের সাবধান থাকা উচিত। কারণ জনগণের সঙ্গে আপনারা এমন করতে পারেন না। আমাদের কাছে আক্ষরিক অর্থেই হাজার হাজার অভিযোগ আসছে। তবে এই ইন্টারনেটভিত্তিক প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হতে পারে সেই সম্পর্কে কোনো আভাস দেননি তিনি।

সর্বশেষ খবর