বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

পশ্চিমবঙ্গে পঞ্চায়েত বোর্ড গঠনকে কেন্দ্র করে সহিংসতায় নিহত ৯

দীপক দেবনাথ, কলকাতা

গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সহিংসতা দেখা দিয়েছে। শনিবার শুরু হওয়া এ সহিংসতায় গতকাল পর্যন্ত প্রাণ গেছে নয়জনের। আহত হয়েছেন অর্ধশতাধিক। এর মধ্যে কয়েকজন পুলিশ সদস্যও আছেন। বোর্ড গঠনকে কেন্দ্র করেই মঙ্গলবার ব্যাপক বোমাবাজি ও গুলির লড়াইয়ে রণক্ষেত্র চেহারা নেয় রাজ্যটির উত্তর চব্বিশ পরগনা জেলার আমডাঙা। গতকাল আমডাঙার তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বোর্ড গঠনের কথা। কিন্তু তার আগে ভোর থেকে উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস ও বিরোধী সিপিআইএমের মধ্যে দফায় দফায় সংঘর্ষ চলে। গত পরশু রাতে তিনজন নিহত হন। এর মধ্যে একজন সিপিআইএম, বাকি দুজন তৃণমূলের কর্মী বলে জানা গেছে। নিহত সিপিআইএম কর্মীর নাম মোজাফ্ফর পিয়াদা (৩৮)। নিহত তৃণমূলীরা হলেন কুদ্দুস গাইন (৩৪) ও নাসির হালদার (২২)। আহত হয়েছেন উভয় পক্ষের প্রায় ১২ জনের মতো।

সর্বশেষ খবর