বৃহস্পতিবার, ৩০ আগস্ট, ২০১৮ ০০:০০ টা

ভেনেজুয়েলান সীমান্তে ব্রাজিলের সেনা মোতায়েন

জরুরি অবস্থা জারি পেরুর

ভেনেজুয়েলা সংলগ্ন সীমান্তে ব্রাজিল সেনা মোতায়েন করছে। ব্রাজিল সরকারের দাবি, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তাদের মোতায়েন করা হচ্ছে। চলতি মাসের শুরুতেই স্থানীয়রা ভেনেজুয়েলান অভিবাসীদের ওপর হামলা চালালে এই সিদ্ধান্ত নেয় ব্রাজিল সরকার। অন্যদিকে পেরুও তাদের সীমান্তবর্তী দুই প্রদেশে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে। খাবার আর ওষুধ সংকটের কারণে হাজার হাজার ভেনেজুয়েলার নাগরিক দেশ ত্যাগ করে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিচ্ছে। এরমধ্যে সীমান্তে কড়াকড়ি আরোপ করে তাদের প্রতিবেশী দেশ ব্রাজিল ও পেরু। বিপর্যস্ত অর্থনীতির কারণে ২০১৪ সাল থেকে ২০ লাখেরও বেশি ভেনেজুয়েলার বাসিন্দা দেশ ছেড়েছে। প্রতিবেশী বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া এসব নাগরিককে নিয়ে আঞ্চলিক উত্তেজনাও দেখা দিয়েছে। ভেনেজুয়েলায় সৃষ্ট এই অভিবাসী সংকটের জন্য দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে দায়ী করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট তেমের। এদিকে সংকট নিরসনে পেরু, কলম্বিয়া ও ব্রাজিলের অভিবাসন কর্মকর্তারা কলম্বিয়ার রাজধানী বোগোতায় এক বৈঠকে বসেছেন। এএফপি।

সর্বশেষ খবর