বৃহস্পতিবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৮ ০০:০০ টা

জার্মানি-সৌদি কূটনৈতিক বিরোধের অবসান

বছর খানেক ধরে চলা কূটনৈতিক বিরোধ মেটাতে সম্মত হয়েছে জার্মানি ও সৌদি আরব। জাতিসংঘ সাধারণ পরিষদের সাইডলাইনে এক বৈঠকের পর এ ঘোষণা দেন জার্মান পররাষ্ট্রমন্ত্রী হাইকো মাস। মাস বলেন, ২০১৭ সালে যে ‘ভুল বোঝাবুঝির’ কারণে সৌদি আরব বার্লিন থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল, জার্মানি সেজন্য দুঃখিত। লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি রিয়াদ সফর করার সময় পদত্যাগের ঘটনার সমালোচনা করে জার্মান। এর পরিপেক্ষীতে সৌদি গত নভেম্বর মাসে বার্লিন থেকে তাদের রাষ্ট্রদূতকে প্রত্যাহার করে নেয়।

সর্বশেষ খবর