সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

সু চিকে আর বিশ্বাস করেন না মাহাথির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ বলেছেন, মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে আর কোনো ধরনের সমর্থন দেওয়া থেকে বিরত থাকবে তার দেশ। দেশটির সংখ্যালঘু রোহিঙ্গা জাতিগোষ্ঠীর উপরে চালানো নির্যাতন ও গণহত্যা প্রসঙ্গে সু চির প্রতিক্রিয়ার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। তুরস্কভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে মাহাথির এমন মন্তব্য করেছেন। তিনি বলেন, রোহিঙ্গা নির্যাতন প্রসঙ্গে সু চির অবস্থান দেখে মনে হয়েছে তিনি অন্যরকম মানুষে পরিণত হয়েছেন। রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমারের সেনাবাহিনীর অভিযানের বিরুদ্ধে তিনি কিছুই বলছেন না। তাই আমরা এটা স্পষ্ট করতে চাই, তাকে আর কোনো ধরনের সমর্থন দেওয়া হবে না। সাক্ষাৎকারে তিনি বলেন, সু চিকে তিনি আর বিশ্বাস করেন  না। রোহিঙ্গা নির্যাতন প্রসঙ্গে তিনি     সম্প্রতি সু চিকে বার্তা পাঠিয়েছিলেন। কিন্তু তিনি তার জবাব এখনো পাননি। সু চির এ রকম আচরণকে তিনি অত্যন্ত হতাশাজনক বলে অবিহিত করেছেন। জাতিসংঘে  মাহাথির তার বক্তব্যে রাষ্ট্রহীন রোহিঙ্গা জনগোষ্ঠীর কথা তুলে ধরেন।

সর্বশেষ খবর