সোমবার, ১ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

ফের শক্তিশালী টাইফুনের কবলে জাপান

গত মাসে আঘাত হানা একটি টাইফুনের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠার আগেই আরেকটি টাইফুনের কবলে পড়েছে জাপান। দেশটির প্রধান দ্বীপের দিকে ধেয়ে আসা টাইফুন ‘ত্রামি’র কারণে গতকাল থেকেই অনেক এলাকার বিমান ও ট্রেন যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। বেশ কিছু এলাকার বিদ্যুৎ সংযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে  বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। দুই মাত্রার শক্তিশালী টাইফুন ‘ত্রামি’ এখন জাপানের উত্তর-পূর্ব এলাকার দিকে অগ্রসর হচ্ছে বলে জানিয়েছে রয়টার্স। এখন পর্যন্ত গত মাসের টাইফুনের ক্ষয়ক্ষতি যেসব অঞ্চল কাটিয়ে উঠতে পারেনি, সেসব অঞ্চলের বাসিন্দাদেরও দ্রুত নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিম জাপানের ওসাকার কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েগুলো গতকাল স্থানীয় সময় বেলা ১১টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর