শনিবার, ১৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

দেয়াল ভেঙে ১৩৬ যাত্রী নিয়ে উড়ল বিমান

অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল এয়ার ইন্ডিয়ার দুবাইগামী একটি বিমান। ১৩৬ জন যাত্রী নিয়ে ওড়ার সময় বিমানবন্দরেরই একটি দেয়ালের ওপরের অংশে ধাক্কা খায় বিমানের চাকা। বৃহস্পতিবার মধ্যরাতের ঘটনা। ওই দিন রাত ১টার দিকে ১৩৬ জন যাত্রী নিয়ে তামিলনাড়ুর ত্রিচি বিমানবন্দর থেকে উড়েছিল বিমানটি। রানওয়ে থেকে ওড়ার মুহূর্তে বিমানবন্দরের সীমানা পাঁচিলে ধাক্কা খায় বিমানের দুটি চাকা। ধাক্কা এতটাই জোরে ছিল যে পাঁচিলের ওপরের অংশ ভেঙে পড়ে যায়। সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুম পাইলটদের সঙ্গে যোগাযোগ করে। কিন্তু ততক্ষণে বিমানটি রওনা হয়ে গিয়েছিল। যদিও পাইলটরা কন্ট্রোল রুমকে জানায়, বিমানে কোনো সমস্যা হয়নি। তবে বিমানটিকে জরুরি ভিত্তিতে মুম্বাই বিমানবন্দরে অবতরণ করান পাইলটরা। এয়ার ইন্ডিয়া কর্তৃপক্ষের তরফে জানানো হয়, বিমানের সব যাত্রীই সুরক্ষিত। মুম্বাই বিমানবন্দের সব যাত্রীকে নামিয়ে অন্য বিমানে গন্তব্যস্থলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়।

সর্বশেষ খবর