মঙ্গলবার, ২৩ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা

এবার শিমলার নাম হচ্ছে শ্যামলা

গত সপ্তাহে এলাহাবাদের নাম করা হয় প্রয়াগরাজ

নয়াদিল্লি প্রতিনিধি

এবার হিমাচলের শৈলনগরী শিমলার নাম পরিবর্তন করতে চলেছে হিমাচলের বিজেপি সরকার। নতুন নাম হবে ‘শ্যামলা’। হিন্দুদের দেবী কালীর এক নাম শ্যামলা। সেই নাম করতে চেয়ে হিন্দুত্ববাদী সংগঠন দাবি জানিয়েছে। সেই দাবি বিজেপি সরকার পূরণ করবে বলে ঘোষণা করেছে। প্রদেশ বিজেপি মন্ত্রী বিপিন সিং পারমার বলেছেন, এক সময়ে শিমলার প্রাচীন নাম ছিল শ্যামলা। ব্রিটিশরা ভারতের গ্রীষ্মকালীন রাজধানী করার সময়ে এই শহরের নাম সঠিকভাবে উচ্চারণ করতে না পারার কারণে শিমলা হয়ে গিয়েছিল। তবে রাজ্যের কংগ্রেস নেতা হরভজন সিং ভাজি নাম পরিবর্তনে আপত্তি তুলেছেন। তার মতে, নাম পরিবর্তন হলে ঐতিহাসিক শহরের চরিত্র বদলে যাবে। আরএসএসের শাখা সংগঠন বিশ্ব হিন্দু পরিষদের নেতা আমন পুরী বলেন, ‘ব্রিটিশরা ১৮৬৪ সালে গ্রীষ্মকালীন রাজধানী করার সময়ে নাম পরিবর্তন করে। সেই নাম কেন বহন করা হবে? আদতে ভারতে এখন বিজেপি বিভিন্ন শহর ও রেল স্টেশনের নাম পরিবর্তন করে হিন্দু তুষ্টিকরণের রাজনীতি করছে বলে মনে করছেন ঐতিহাসিকরা। তাৎপর্যপূর্ণ হলো এই শিমলা শহর বহু রাজনৈতিক আন্তর্জাতিক চুক্তির জন্য বিখ্যাত। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই শিমলা শহরে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষরিত হয়; যা আজও শিমলা চুক্তি নামে কূটনৈতিক ইতিহাসে স্থান পেয়েছে। দিন কয়েক আগে এলাহাবাদের নাম পরিবর্তন করে করা হয় প্রয়াগরাজ।

 

 

সর্বশেষ খবর