সোমবার, ২৯ অক্টোবর, ২০১৮ ০০:০০ টা
যুক্তরাষ্ট্রে ইহুদি উপাসনালয়ে হামলা

সন্দেহভাজন আটক, ২৯ অভিযোগ

সন্দেহভাজন আটক, ২৯ অভিযোগ

রবার্ট বাউয়ার্স

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটাসবার্গের ইহুদি উপাসনালয়ে হামলার ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। তার নাম রবার্ট বাউয়ার্স (৪৬)। তার বিরুদ্ধে ২৯টি অভিযোগ এনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশের সঙ্গে গোলাগুলির পর তাকে গ্রেফতার করা হয়। ইহুদি উপাসনালয়ের ওই হামলাকে মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। হামলায় ১১ জন নিহত আর ৬ জন গুরুতর আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার সকাল ১০টায় স্কুইরেল হিল-সংলগ্ন ‘ট্রি অব লাইফ’ সিনাগগে হামলা চালানো হয়। বিশেষ অনুষ্ঠান চলাকালে সিনাগগে প্রার্থনারত ইহুদিদের ওপর চালানো এই হামলায় এ পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। চার পুলিশ সদস্যসহ গুরুতর আহত হয়েছেন ছয়জন। পেনিসেলভানিয়ার গভর্নর টম ওলফ এক বিবৃতিতে বলেন, এমন ঘটনাকে কোনোভাবে স্বাভাবিকভাবে নেওয়া যায় না। এদিকে কেন্দ্রীয় আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী রবার্ট বাউয়ার্সের হামলার সময় ইহুদিবিদ্বেষী মন্তব্য করেছেন। তার ব্যবহূত সামাজিক গণমাধ্যম পরীক্ষা করে পুলিশ জানিয়েছে, আগে বিভিন্ন সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া তার বিভিন্ন পোস্টে ইহুদিদের লক্ষবস্তু বানিয়েছেন তিনি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর