সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

মেক্সিকোর সঙ্গে শরণার্থী চুক্তিতে ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শনিবার ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে আমেরিকায় প্রবেশে ইচ্ছুক আশ্রয়প্রার্থীদের আবেদন প্রক্রিয়াধীন থাকা অবস্থায় তাদের মেক্সিকোতে অপেক্ষা করতে হবে। তার এই ঘোষণার মধ্যদিয়ে শরণার্থী নিয়ে মেক্সিকোর সঙ্গে করা নতুন দ্বিপক্ষীয় চুক্তির বিষয়টিই নিশ্চিত করা হলো। ট্রাম্প টুইটারে বলেন, ‘আদালত প্রত্যেক শরণার্থীর আবেদন মঞ্জুর না করা পর্যন্ত দক্ষিণাঞ্চলীয় সীমান্ত দিয়ে তারা যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। তাদের মেক্সিকোতে অবস্থান করতে হবে।’ ট্রাম্প মেক্সিকো সরকারের সঙ্গে শরণার্থী বিষয়ক একটি চুক্তিতে পৌঁছেছেন বলে ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনের পর তিনি টুইটারে এ কথা বললেন।

 

সর্বশেষ খবর