সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কারাগারে মানবাধিকার কর্মী নির্যাতনের অভিযোগ সৌদির অস্বীকার

কারাগারে বন্দী মানবাধিকার কর্মীদের ওপর নির্যাতন ও যৌন নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে সৌদি কর্তৃপক্ষের বিরুদ্ধে। তবে সেই অভিযোগ নাকচ করে দিয়েছে দেশটি। সৌদি কর্তৃপক্ষের দাবি, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর এমন দাবি ‘ভিত্তিহীন’। মে মাস থেকে ধাবান কারাগারে আটক রয়েছেন মানবাধিকার কর্মীরা। জাতীয় নিরাপত্তা ক্ষুণ্ন করা ও রাষ্ট্রের শত্রুদের সহযোগিতা করার দায়ে গত মে মাস থেকে ১০ জন নারী ও ৭ জন পুরুষ মানবাধিকার কর্মীকে আটক করে রেখেছে সৌদি আরব। এর মধ্যে নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পক্ষে সোচ্চার থাকা তিন মানবাধিকার কর্মীও রয়েছেন। তারা হলেন, লুজাইন আল হাথলুল, ইমান আল নাফজান ও আজিজা আল ইউসেফ। গত জুনে সৌদি নারীদের গাড়ি চালানোর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হলেও তাদের আটক রাখা হয়েছে। পশ্চিমাঞ্চলীয় রেড সি উপকূলে অবস্থিত ধাবান কারাগারে রাখা হয়েছে তাদের। ২০ নভেম্বর যুক্তরাজ্যভিত্তিক অ্যামনেস্টি ইন্টারন্যাশনালে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, আটক থাকা মানবাধিকার কর্মীদের ওপর নানা নির্যাতন চালানো হচ্ছে।

 

সর্বশেষ খবর