সোমবার, ২৬ নভেম্বর, ২০১৮ ০০:০০ টা

কাশ্মীরে ৭২ ঘণ্টায় ১২ গেরিলা নিহত

ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে নিরাপত্তা বাহিনী ও বিচ্ছিন্নতাবাদীদের মধ্যে সংঘর্ষ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। গত ৭২ ঘণ্টার মধ্যে নিরাপত্তা বাহিনীর অভিযানে মোট ১২ গেরিলা নিহত হয়েছে। এরমধ্যে গতকাল ভোরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ছয় গেরিলা ও সেনাবাহিনীর এক সদস্য নিহত হয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল রাজেশ কালিয়া জানান, এ সময় ঘটনাস্থল থেকে ব্যাপক অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। গতকাল কাশ্মীরের দক্ষিণাঞ্চলের সোপিয়ান জেলার কাপরান এলাকায় যৌথবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে ওই ঘটনা ঘটেছে।

পার্সটুডে জানিয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেখানে মোবাইল ইন্টারনেট পরিসেবা স্থগিত করা হয়েছে। খবরে বলা হয়, সোপিয়ানের বাটাগান্দ এলাকায় অজ্ঞাত গেরিলাদের উপস্থিতির খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশের যৌথবাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে অভিযান চালায়। এদিকে, ওই ঘটনাকে কেন্দ্র করে বাটাগান্দ এলাকায় প্রতিবাদী তরুণরা সড়কে নেমে পাথর নিক্ষেপের মধ্যদিয়ে যৌথবাহিনীর অভিযানে বাধাপ্রদান ও বিক্ষোভ প্রদর্শন করে। মারমুখি জনতাকে সামাল দিতে যৌথবাহিনী এসময় কাঁদানে গ্যাস শেল ও পেলেটগান ব্যবহার করে।

সর্বশেষ খবর