মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

আসিয়ানকে সু চির ওপর চাপ সৃষ্টির তাগিদ মাহাথিরের

রোহিঙ্গা নিধন

আসিয়ানকে সু চির ওপর চাপ সৃষ্টির তাগিদ মাহাথিরের

মাহাথির মোহাম্মদ

রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে চাপ দেওয়ার জন্য আসিয়ানভুক্ত দেশগুলোর নেতাদের প্রতি জোর তাগিদ দিলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি বলেছেন, মিয়ানমারকে ও এর মূল নেত্রী অং সান সু চিকে রোহিঙ্গা ইস্যুতে অবশ্যই চাপে ফেলতে কঠোর পদক্ষেপ নিতে হবে আসিয়ানকে। থাইল্যান্ডের দ্য নেশন পত্রিকাকে একটি সাক্ষাৎকারে এসব বলেন মাহাথির। গত বছরের আগস্টে পুলিশ ফাঁড়িতে হামলার অভিযোগে মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা মুসলিম নিধন শুরু করে। সেনাবাহিনীর সেই নৃশংসতায় কয়েক হাজার রোহিঙ্গা মারা যায় আর কমপক্ষে সোয়া ৭ লাখ রোহিঙ্গ জীবন বাঁচাতে বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নেয়। সেনাবাহিনীর হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এ জন্য মিয়ানমারের সেনা কর্মকর্তাদের আন্তর্জাতিক অপরাধ আদালতে বিচারের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। এমনই এক প্রেক্ষাপটে থাইল্যান্ডের দ্য নেশন পত্রিকাকে একটি সাক্ষাৎকার দিয়েছেন ড. মাহাথির মোহাম্মদ। এতে তিনি বলেছেন, আমরা মিয়ানমার সরকারের কাছে আপিল করতে পারি। কিন্তু যদি সেখান থেকে কোনো সাড়া না পাওয়া যায় এবং নৃশংসতা অব্যাহত থাকেই তাহলে মিয়ানমার কর্তৃপক্ষের নির্যাতন ও অবিচার বন্ধে আন্তর্জাতিক পদক্ষেপকে অবশ্যই সমর্থন করতে হবে আসিয়ানকে। তিনি আরও বলেন, আসিয়ানকে শিখতে হবে, যেসব সরকার তার নাগরিকদের বিরুদ্ধে অন্যায় ও অবিচার করছে, তাদের সঙ্গে আচরণের বিষয়ে কীভাবে চাপ সৃষ্টি করা যায়। আসিয়ান যদি এসব নির্যাতিত মানুষের ওপর গণহত্যাকে অনুমোদন করে, তাহলে তাতে আমাদের দায়িত্ব পালনের প্রকাশ পাবে বলে মনে হবে না। মাহাথিরের অভিযোগ সু চি দেশটির ক্ষমতাসীন দলের নেত্রী এবং কার্যত তিনি দেশের প্রধান। কিন্তু তিনি তার দেশের সেনাবাহিনীর এই হত্যাযজ্ঞকে সমর্থন দিয়ে যাচ্ছেন। যা একজন শান্তিতে নোবেল পাওয়া নেতার জন্য লজ্জাকর। ড. মাহাথির মোহাম্মদ বলেন, তিনি ও বিদেশি অনেক নেতা অং সান সুচির প্রতি আহ্বান জানিয়েছেন রোহিঙ্গাদের সহায়তা করার জন্য। সু চি যখন ১৯৮৯ থেকে ২০১০ সাল পর্যন্ত সামরিক জান্তার অধীনে অবিচারের শিকার হয়েছিলেন তখন অন্য দেশগুলো যেমন তাকে রক্ষার জন্য সমর্থন জানিয়েছিল, তেমনই সু চির প্রতি আহ্বান জানানো হয়েছে রোহিঙ্গাদের রক্ষার জন্য।  শনিবার থেকে থাইল্যান্ড সফরে রয়েছেন ড. মাহাথির মোহাম্মদ। রবিবার রাষ্ট্রনায়ক হিসেবে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেয় রাঙসিত ইউনিভার্সিটি।

সর্বশেষ খবর