মঙ্গলবার, ১৮ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা
শিখবিরোধী দাঙ্গা

কংগ্রেস নেতার আজীবন কারাদণ্ড

ইন্দিরা গান্ধী নিহত হওয়ার পর শিখবিরোধী দাঙ্গার ঘটনায় কংগ্রেসের এক নেতাকে আজীবন কারাদণ্ড দিয়েছে ভারতের আদালত। প্রায় তিন যুগ আগের ওই দাঙ্গার সময় পাঁচজনকে হত্যা ও একটি গুরুদুয়ারা পুড়িয়ে দেওয়ার অভিযোগ থেকে নিম্ন আদালতে খালাস পেয়েছিলেন ৭৩ বছর বয়সী সজ্জন কুমার। ওই রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে দিল্লির বিচারপতি এস মুরালিধর ও বিচারপতি ভিনোদ গোয়েলের হাই কোর্ট বেঞ্চ সোমবার ‘অপরাধমূলক ষড়যন্ত্র, শত্রুতার উসকানি এবং সাম্প্র্রদায়িক সম্প্রীতির বিরুদ্ধে ?তৎপরতার’ দায়ে সজ্জন কুমারকে দোষী সাব্যস্ত করে এই রায় দিয়েছে বলে ভারতীয় গণমাধ্যমের খবর। ১৯৮৪ সালের নভেম্বরের ওই দাঙ্গায় ভারতজুড়ে তিন হাজারের বেশি শিখ নিহত হন।

সর্বশেষ খবর