বুধবার, ১৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

যুদ্ধবিরতি ‘ভাঙল কয়েক মিনিটেই’

ইয়েমেন পরিস্থিতি

ইয়েমেনে একটি যুদ্ধবিরতি শুরু হওয়ার পর কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়েছে। জাতিসংঘের মধ্যস্থতায় লোহিত সাগরের বন্দর শহর হুদাইদাহতে এই যুদ্ধবিরতি স্থানীয় সময় গতকাল মধ্যরাত থেকে এটি কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু মধ্যরাতেই বিবদমান ইরান সমর্থিত শিয়াপন্থি হুতি বিদ্রোহীদের সঙ্গে সরকারি বাহিনীর বিক্ষিপ্ত সংঘর্ষ বেধে যায়। পূর্বাঞ্চলীয় হুদাইদাহতে হুতি বিদ্রোহীরা সরকারি বাহিনীর ওপর গুলিবর্ষণ করেছে বলে খবর পাওয়া গেছে। সরকারি বাহিনীর একজন কর্মকর্তা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, সংঘর্ষ এখন অব্যাহত রয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার পর্যন্ত যুদ্ধবিরতি পিছিয়ে দেওয়া হয়েছে। যদিও এর আগে হুদাইদাহতে নিরপেক্ষ বাহিনী মোতায়েন ও মানবিক করিডোর প্রতিষ্ঠার লক্ষ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয় বিবদমান পক্ষগুলো। জাতিসংঘের মধ্যস্থতায় অনুষ্ঠিত ওই আলোচনায় সংকট সমাধানে একটি রাজনৈতিক কাঠামো প্রণয়নের জন্য আগামী বছরের জানুয়ারিতে পরবর্তী ধাপের আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। স্থানীয় সময় মধ্যরাতের পর গতকাল থেকে যুদ্ধরত পক্ষগুলো বন্দর শহর হুদাইদাহে যুদ্ধবিরতি করতে রাজি হয়েছিল।  এই বন্দর দিয়েই যুদ্ধের কারণে প্রায় দুর্ভিক্ষের প্রান্তে পৌঁছে যাওয়া ইয়েমেনে জরুরি মানবিক ত্রাণ সরবরাহ প্রবেশ করে। সুইডেনে অনুষ্ঠিত শান্তি আলোচনায় বৃহস্পতিবার উভয়পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। এটি প্রায় চার বছর ধরে চলা ইয়েমেনের গৃহযুদ্ধ শেষ হওয়ার ‘শুরুর মুহূর্ত’ হতে পারে বলে অনেকেই আশা করেছিলেন। রাজধানী সানা থেকে ১৪০ কিলোমিটার পশ্চিমের হুদাইদাহ ইয়েমেনের চতুর্থ-বৃহত্তম শহর।  এএফপি।

সর্বশেষ খবর