শনিবার, ২২ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

লুতফুরের দুর্নীতির প্রমাণ নেই

লুতফুরের দুর্নীতির প্রমাণ নেই

লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক বাংলাদেশি বংশোদ্ভূত মেয়র লুতফুর রহমানের বিরুদ্ধে জালিয়াতি ও করদাতাদের অর্থের অপব্যবহারের অভিযোগ ছিল। এ জন্য গঠন করা হয় স্বাধীন তদন্ত দল। কিন্তু গত এক বছর ধরে তদন্তের পর বৃহস্পতিবার তার বিরুদ্ধে তদন্ত বন্ধ করে দিয়েছে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল। ২০১৫ সালে নির্বাচনে জালিয়াতির অভিযোগে মেয়রের পদ হতে লুতফুর রহমানকে অপসারণের পর ‘ক্লিয়ার আপ প্রজেক্ট’-এর আওতায় এ তদন্ত শুরু হয়েছিল। তদন্তকারীরা ২০১০ সালের অক্টোবর থেকে ২০১৬ সালের জুন পর্যন্ত লুতফুর রহমানের দায়িত্বকালে কাউন্সিলের যুব পরিষেবা, অনুদান ও মানবসম্পদ বিভাগে তদন্ত পরিচালনা করেন। বৃহস্পতিবার কাউন্সিলের মুখপাত্র এ তদন্ত বন্ধ হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার বৈঠকে এই প্রকল্প বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। ২০১০ সালে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাহী মেয়র নির্বাচিত হওয়া লুতফুর রহমানের জন্ম বাংলাদেশের সিলেটে।

সর্বশেষ খবর