শনিবার, ২৯ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শিশুদের রক্ষায় ব্যর্থ বছর : ইউনিসেফ

শিশুদের রক্ষায় ব্যর্থ বছর : ইউনিসেফ

যুদ্ধের শিকার ইয়েমেনি শিশু

গেল বছর বিশ্বের অনেক এলাকা ছিল সংঘাতপূর্ণ। আর এসব এলাকার শিশুদের রক্ষায় বিশ্ব সম্প্রদায় উপযুক্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে। ফলে যারা কোনো দেশের ভবিষ্যৎ তারাই সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে। এক প্রতিবেদনে ইউনিসেফ এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, চলতি বছরে যুদ্ধবিধ্বস্ত এলাকায় লাখো শিশু সরাসরি হামলার শিকার হয়েছে। জাতিসংঘের আন্তর্জাতিক জরুরি শিশু তহবিল ইউনিসেফ গতকাল জানিয়েছে, সংঘাতপূর্ণ এলাকায় শিশুদের রক্ষায় আরও বেশি উদ্যোগ ও পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ বছর এসব অঞ্চলের শিশুদের জন্য ভয়াবহ ছিল উল্লেখ করেছে তারা।

সংগঠনটি বলছে, আফগানিস্তান, সিরিয়া ও ইয়েমেনে যুদ্ধের শিকার লাখো শিশু। কয়েক লাখ শিশু মানবাধিকার লঙ্ঘনের শিকার। বেশিরভাগ সংঘাতপূর্ণ এলাকায় শিশুরা হামলার শিকার হয়েছে, তাদের হত্যা করা হয়েছে। অনেক শিশু পঙ্গু হয়ে গেছে, যুদ্ধে মানবঢাল হিসেবে ব্যবহার করা হয়েছে অনেক শিশুকে। ইউনিসেফ বলছে, ‘পুরো বছর বিশ্বের এসব সংঘাতপূর্ণ এলাকায় ভয়াবহ সহিংসতার মধ্যে বসবাস করছে শিশুরা। কিন্তু বিশ্ব সম্প্রদায় তাদের রক্ষা করতে ব্যর্থ হয়েছে। শুধু তাই নয়, এ সংঘাত যতদিন না বন্ধ করা যাবে, ততই পরিস্থিতি আরও ভয়াবহ হবে। তাই অবিলম্বে এই শিশুদের রক্ষায় জরুরি পদক্ষেপ নিতে হবে।’ ২০১৮ সালের প্রথম নয় মাসে আফগানিস্তানে নিহত হয়েছে পাঁচ হাজার শিশু। সিরিয়া, ইয়েমেন, কঙ্গো, দক্ষিণ সুদান, মিয়ানমার, নাইজেরিয়ার উত্তরাঞ্চল এবং সোমালিয়ায় শিশুদের ধর্ষণ, জোরপূর্বক বিয়ে এবং অপহরণের ঘটনা ঘটেছে। ইউনিসেফ বিবৃতিতে বলছে, ‘সংঘাতে জড়িত পক্ষগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে এ সমস্যার সমাধান করতে হবে। বিবিসি

সর্বশেষ খবর