বুধবার, ২২ মে, ২০১৯ ০০:০০ টা

মোদিকে থামাও

অখিলেশকে কেজরিওয়ালের ফোন

মোদিকে থামাও

ভারতের লোকসভা নির্বাচনের ভোট শেষ। এখন ফলাফলের পালা। ভোটপরবর্তী জরিপে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি। কিন্তু সেই জনমত জরিপের ফল মানতে রাজি নয় বিরোধী দলের নেতারা। তাই তো বিজেপিকে আটকাতে নানা কৌশল অবলম্বন করছে বিরোধী দলের নেতারা। নির্বাচনে ‘ফ্যাক্টর’ উত্তরপ্রদেশের আলোচিত সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে ফোন করেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। গতকাল এ নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বুথফেরত জরিপে বলা হচ্ছে ভারতে লোকসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট কমপক্ষে ৩০০ আসন পাবে। এ পূর্বাভাষকে ‘রাবিশ’ বলে আখ্যায়িত করেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। উল্টো তারা ঘোষণা দিয়েছে, কেন্দ্রে পরবর্তী সরকার গঠন করবে বিরোধীরা। তাই কৌশল কি হবে এ নিয়ে অখিলেশকে ফোন করেন কেজরিওয়াল। ফোনের মূল বিষয়টি ছিল ‘মোদিকে থামাও।’ এ ছাড়া তারা দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেছেন। এ খবর দিয়েছে অনলাইন জি নিউজ।

কেজরিওয়াল ও অখিলেশের মধ্যে ওই ফোনালাপ নিয়ে পরে সংবাদ সম্মেলন করেছেন আপ দলের এমপি সঞ্জয় সিং।

তিনি বলেছেন, আপ দলের শীর্ষ অগ্রাধিকার হলো বিজেপিকে ক্ষমতায় যাওয়া থামাও। দুদিন পরই ফল ঘোষণা হবে। তারপরের কৌশল কি হবে তা নিয়ে আমরা আলোচনা করেছি। এক্ষেত্রে প্রথম অগ্রাধিকার হলো বিজেপি থামাও। নরেন্দ্র মোদি-অমিত শাহ এবং সাম্প্রদায়িক শক্তিগুলোকে থামাও। আর এই ফোনকলটি ছিল সৌজন্য। বুথফেরত বেশির ভাগ জরিপ বলছে, উত্তরপ্রদেশে বেশির ভাগ আসনে বিজয়ী হতে পারে বিজেপি। এ নিয়ে সঞ্জয় সিং বলেন, বিজেপি নয়। ওই রাজ্যে ৮০টি আসনের মধ্যে কমপক্ষে ৬০টি আসন পাবে সমাজবাদী পার্টি-বহুজন সমাজপার্টি জোট। আমি মনে করি এই গাঁটবন্ধন ৬০টিরও বেশি আসন পাবে। সারা দেশ থেকে উৎখাত হবে বিজেপি।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর