বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ টা

স্বাভাবিক হচ্ছে কাশ্মীর পরিস্থিতি

সাত হাজার সেনা প্রত্যাহার

জম্মু ও কাশ্মীরকে বিশেষ মর্যাদা দেওয়া সংক্রান্ত সংবিধানের ৩৭০ ধারা বাতিল করা হয় আগস্ট মাসে। এরপর নিরাপত্তার নামে কঠোরতায় ঢেকে যায় পুরো কাশ্মীর। রাস্তাঘাট, অফিস-আদালত, বিদ্যালয়- সবখানে মানুষের চেয়ে সেনা উপস্থিতি দেখা যায় বেশি। অবশেষে সাড়ে চার মাস পর কাশ্মীরের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সুুস্পষ্ট ইঙ্গিত মিলল। কাশ্মীর উপত্যকা থেকে ৭২ কোম্পানি সেনা প্রত্যাহার করে নিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সন্ধ্যায় ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক গুরুত্বপূর্ণ বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। কাশ্মীর থেকে সঙ্গে সঙ্গে সাত হাজার সেনাকর্মীকে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগস্ট মাসে কাশ্মীরে কেন্দ্রীয় সরকার ৩৭০ ধারা বাতিলের আগেই কাশ্মীর উপত্যকাকে একপ্রকার সেনা ছাউনিতে পরিণত করার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় সরকার। কাশ্মীরে মোতায়েন করা হয় কয়েকশ কোম্পানি আধা সেনা। গোটা কাশ্মীরেই জারি করা হয় কারফিউ। ৩৭০ ধারা বাতিল হওয়ার পর থেকে কার্যত অবরুদ্ধ কাশ্মীর। ৩৭০ ধারা বাতিলের জেরে যে বিক্ষিপ্ত অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছিল, সেটিও দমন করেছে ভারতীয় সেনাবাহিনী।

সর্বশেষ খবর