মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০ ০০:০০ টা
ডেইলি মেইলের রিপোর্ট

উহানেই মারা গেছেন ৪২,০০০ মানুষ

করোনাভাইরাসে মৃত্যুর সংখ্যা নিয়ে চীন কর্তৃপক্ষ ভুল তথ্য দিয়েছে বলে মনে করেন উহান নগরীর বাসিন্দারা। তাদের মতে, উহানে এই প্রাণঘাতী ভাইরাসে মারা গেছেন কমপক্ষে ৪২,০০০ মানুষ। কিন্তু সরকার বলছে, হুবেই প্রদেশে এই মৃতের সংখ্যা ৩৩০০।  ডেইলি মেইল জানায়, উহান এই প্রদেশেরই একটি শহর। ৩১ ডিসেম্বর থেকে এই ভাইরাসের উৎপত্তিস্থল উহান শহর। ক্রমশ তা গ্রাস করেছে পুরো পৃথিবীকে। তারপর থেকে সারা পৃথিবী লকডাউন হয়ে আছে। যে ভয়াবহ রূপ নিয়ে এই ভাইরাস ছড়িয়ে পড়ে চীনের উহানে তাতে প্রতিদিনই মৃত্যুর খবর আসতে থাকে। বলা হয় হাসপাতালে জায়গা নেই, মৃতদেহ সৎকারের মানুষ নেই। এ কথারই যেন প্রতিধ্বনি শোনা গেছে উহানের স্থানীয়দের কণ্ঠে। তারা বলেন, প্রতিদিন শোকবিধ্বস্ত পরিবারের কাছে প্রতি ২৪ ঘণ্টায় ৩৫০০ মানুষের ছাইভষ্ম  ফেরত দেওয়া হয়েছে। এই হারে যদি ছাইভষ্ম ফেরত দেওয়া হয় তাহলে করোনাভাইরাস সংক্রমণের ১২ দিনের কঠিন সময়ে কমপক্ষে ৪২,০০০ মানুষের ছাইভষ্ম ফিরিয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ খবর