রবিবার, ১২ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ইতালিকে সাহায্য করার নির্দেশ ট্রাম্পের

করোনাভাইরাস মহামারীতে মৃত্যুপুরীতে পরিণত ইতালিকে সহযোগিতা করতে মার্কিন প্রশাসন ও সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার একাধিক মন্ত্রিসভার সদস্যের কাছে পাঠানো স্মারকে এ নির্দেশনা দেন তিনি।

করোনা মোকাবিলায় ইতালিকে প্রয়োজন মতো চিকিৎসা উপকরণ, মানবিক সহায়তাসহ অন্যান্য সহযোগিতার নির্দেশনা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে রয়েছে মার্কিন সেনাদের ইতালিতে টেলিমেডিসিন সেবায় অংশগ্রহণ, অস্থায়ী হাসপাতাল নির্মাণে সহায়তা, প্রয়োজনীয় উপকরণ সরবরাহ প্রভৃতি। করোনা মহামারীতে সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে ইতালিতে, এর পরেই রয়েছে যুক্তরাষ্ট্র। দুটি দেশেই ১৮ হাজারের বেশি মানুষ মারা গেছেন। স্মারকে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইতালি আমাদের অন্যতম ঘনিষ্ঠ ও পুরনো মিত্র। কভিড-১৯ মহামারী তাদের ওপর তা-ব চালাচ্ছে, ইতিমধ্যেই এটি ১৮ হাজারের বেশি প্রাণ কেড়ে নিয়েছে।

, ইতালির স্বাস্থ্য ব্যবস্থা অনেকটাই ভেঙে পড়ার দশা হয়েছে এবং দেশটির অর্থনীতিকে গভীর মন্দায় ঠেলে দেওয়ার হুমকি তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রে মহামারী মোকাবিলায় যেগুলো আবশ্যক নয়, ইতালির চাহিদামতো সেগুলো সরবরাহ করতে মার্কিন ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে মার্কিন বাণিজ্যমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

সর্বশেষ খবর