সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

ফরাসি রণতরীর ৫০ সদস্য করোনায় আক্রান্ত

ফ্রান্সের বৃহত্তম বিমানবাহী রণতরী শার্ল দ্য গলে থাকা অন্তত ৫০ সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ অবস্থায় রণতরীটিতে জরুরিভিত্তিতে দেশটির দক্ষিণাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলীয় বন্দরনগরী তুলতে ফিরিয়ে আনা হচ্ছে। স্থানীয় সময় রবিবার বিকালের দিকে এটির সেখানে পৌঁছার কথা রয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়। বিবৃতিতে বলা হয়, তুলতে পৌঁছানোর পর রণতরীর ক্রুসহ সবাইকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে। এরপর এটিকে মূল ঘাঁটিতে ফিরিয়ে আনা হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পৃথক এক বিবৃতিতে এর আগে জানানো হয়েছিল, গত জানুয়ারির ২১ তারিখে রণতরীটি ফ্রান্স ছাড়ে। এরপর থেকে এটি আটলান্টিক মহাসাগরে অবস্থান করছিল। রণতরীর ক্রুসহ সেখানে অবস্থানকারীদের ৫০ জন করোনায় আক্রান্ত হওয়ার পরিপ্রেক্ষিতে একদল চিকিৎসক দল সেখানে পাঠানো হয়েছিল। চিকিৎসকের দলটি গত ৮ এপ্রিল দেশে ফিরে আসে বলেও বিবৃতিতে জানানো হয়। সিএনএন

সর্বশেষ খবর