সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

সৌদি আরবে বাড়ল কারফিউর মেয়াদ

সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ দেশটিতে কারফিউর মেয়াদ পরবর্তী নোটিস না দেওয়া পর্যন্ত বর্ধিত করেছেন। রাষ্ট্রনিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) গতকাল এক বিবৃতিতে একথা জানায়। বিবৃতিতে বলা হয়, জনগণকে তাদের নিজেদের স্বার্থে কারফিউর বিধিনিষেধ মেনে চলার জন্য সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় আহ্বান জানিয়েছে।

প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে সৌদি আরব গত মাসে বেশ কয়েকটি পদক্ষেপ গ্রহণ করে। এর একটি হচ্ছে কারফিউ যা  দেশজুড়ে কার্যকর রয়েছে। উল্লেখ্য, ওয়ার্ল্ডমিটারের তথ্যানুসারে, সৌদি আরবে  সর্বশেষ খবর পর্যন্ত ৪,০৩৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে প্রাণ হারিয়েছেন অন্তত ৫২জন। সিএনএন

সর্বশেষ খবর