সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

মার্কিন ভ্রমণকারীদের করোনা পরীক্ষা বাধ্যতামূলক করল দক্ষিণ কোরিয়া

করোনভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাষ্ট্র থেকে ভ্রমণকারীদের জন্য করোনা পরীক্ষা বাধ্যতামূলক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটিতে প্রবেশের তিন দিনের মধ্যেই তাদের পরীক্ষা করাতে হবে। দক্ষিণ কোরিয়ার রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র সিডিসির পরিচালক জুং ইউন কিয়ং গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান। 

ব্রিফিংয়ে বলা হয়, আজ মধ্যরাত থেকেই আমেরিকান ভ্রমণকারীদের বেলায় নতুন এ ব্যবস্থা কার্যকর হবে। এখানে উল্লেখ্য, উপসর্গ না থাকলে দেশটিতে প্রবেশের পর আমেরিকানদের এতদিন শুধু স্ব-সঙ্গনিরোধে (সেলফ আইসোলেশন) থাকলেই চলত। করোনাভাইরাসের মহামারীর পরিপ্রেক্ষিতে করোনা পরীক্ষা এতদিন শুধু ইউরোপীয় ভ্রমণকারীদের ক্ষেত্রে প্রযোজ্য ছিল। এখন থেকে সেটা আমেরিকান ভ্রমণকারীদের বেলায়ও আরোপ করা হলো। উল্লেখ্য, দক্ষিণ কোরিয়ায় গতকাল ৩২ জন নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৪টি আমদানিকৃত অর্থাৎ এগুলো অন্য দেশ থেকে দেশটিতে প্রবেশকারীদের মধ্যে শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে সর্বশেষ খবর পর্যন্ত ১০ হাজার ৫১২ জন করোনা রোগী পাওয়া গেল।

সর্বশেষ খবর