সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা
কথা রাখলেন মোদি

হাইড্রক্সিক্লোরোকুইন ভরা বিমান পৌঁছাল আমেরিকায়

হাইড্রক্সিক্লোরোকুইন ভরা বিমান পৌঁছাল আমেরিকায়

হাইড্রক্সিক্লোরোকুইনের জন্য  ডোনাল্ড ট্রাম্প  নরেন্দ্র  মোদিকে  হুমকি  দিয়েছিলেন। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকার রাষ্ট্রপতির এত বন্ধুত্ব থাকার পরেও কী করে এই ঘটনা ঘটল তা নিয়ে কটাক্ষ করছেন অনেকে। এর মধ্যেই হাইড্রক্সিক্লোরোকুইন বোঝাই বিমান পৌঁছে গেছে নিউইয়র্কে। গতকাল বিমানবন্দরে হাইড্রক্সিক্লোরোকুইনের ছবি টুইট করে এ খবর জানান আমেরিকার ভারতীয় রাষ্ট্রদূত তরণজিৎ সিং সান্ধু। তিনি টুইট করেন, কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে আমাদের বন্ধুদের সাহায্য করা হচ্ছে। আজই ভারত থেকে আসা হাইড্রক্সিক্লোরোকুইন ভরতি বিমান নিউইয়র্ক বিমানবন্দরে পৌঁছে গেছে।ভারত থেকে ৩৫ লাখ ৮২ হাজার হাইড্রক্সিক্লোরোকুইন ট্যাবলেট চেয়েছিল আমেরিকা। সেইসঙ্গে সে দেশে ওই ট্যাবলেট  তৈরির জন্য ৯ মেট্রিক টন উপাদানও চেয়ে পাঠানো হয়েছে। আমেরিকার ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশনের মতে, করোনার বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় ভূমিকা নিতে পারে ম্যালেরিয়া প্রতিরোধী হিসেবে ব্যবহৃত ওই ওষুধটি। নিউইয়র্কে অন্তত দেড় হাজার রোগীর ওপরে সেই ওষুধ পরীক্ষা করাও চলছে। আমেরিকাজুড়ে কার্যত ভয়ংকর রূপ ধারণ করেছে করোনা।

সর্বশেষ খবর