সোমবার, ১৩ এপ্রিল, ২০২০ ০০:০০ টা

লকডাউন ভাঙায় বিদেশি পর্যটকদের অভিনব শাস্তি

লকডাউনের বিধিনিষেধ মানতেই হবে। না হলে জুটবে কড়া শাস্তি সে দেশি হোক বা বিদেশি। নিয়ম সবার জন্যই সমান। তাই লকডাউনের নিয়ম অমান্য করায় ভারতের উত্তরাখন্ডে শাস্তিস্বরূপ ৫০০ বার ‘সরি’ লেখার দ- পেলেন ১০ জন বিদেশি পর্যটক। জানা গেছে, লকডাউনের নিয়ম ভেঙে উত্তরাখ-ের তপোবন এলাকায় গঙ্গার হাওয়া খেতে  বেরিয়েছিলেন ১০ জন বিদেশি পর্যটক। গঙ্গার ধার ধরে দিব্যি হাঁটছিলেন তারা। কিন্তু পুলিশ ঠিকই তাদের থামিয়ে দেয়। প্রথমে লকডাউনের গুরুত্ব ও নিয়মাবলি বোঝানোর  চেষ্টা করা হয় পর্যটকদের। তারপরই বিধি ভাঙার জন্য সাজা দেন পুলিশকর্মীরা। না কঠোর কিছু নয়। গঙ্গার ধারে বসেই কাগজে অন্তত ৫০০ বার পর্যটকদের লিখতে হয়, ‘আমরা লকডাউনের নিয়ম মানিনি। সেই জন্য খুবই দুঃখিত।’ তপোবন থানার উচ্চপদস্থ কর্মকর্তা জানান, “ওই পর্যটকরা কেউ মার্কিন যুক্তরাষ্ট্র, কেউ অস্ট্রেলিয়া আবার  কেউ মেক্সিকোর বাসিন্দা। অনেক দিন ধরেই তারা হৃষিকেশে রয়েছেন। সম্ভবত লকডাউন শুরু হয়ে যাওয়ায়  দেশে ফিরে যেতে পারেননি। কিন্তু তাই বলে তাদের যত্রতত্র ঘুরে বেড়াবার অনুমতি দেওয়া হবে না।

সর্বশেষ খবর