মঙ্গলবার, ২১ জুলাই, ২০২০ ০০:০০ টা
অন্য খবর

এত্তোবড় আরশোলা!

এত্তোবড় আরশোলা!

প্রাগৈতিহাসিক যুগের কোনো প্রাণীর যদি আজও অস্তিত্ব থাকে, তাহলে তার মধ্যে অন্যতম হলো আরশোলা। বিজ্ঞানীদের অন্তত এমনটাই দাবি। সহজে অভিযোজন করতে পারে বলে পৃথিবীতে টিকে আছে কোটি কোটি বছর। বহু প্রতিকূল অবস্থাতে বেঁচে থাকতে পারে। তবে শুধু বাড়ির ফাঁকফোকরে নয়, সমুদ্রের গভীরেও নাকি এদের বাস। এমনই আরশোলা ধরা পড়েছে।  তাও আবার যা তা আরশোলা নয় একেবারে রাক্ষুসে আরশোলা।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর