শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা

রাশিয়ার বিরোধীদলীয় নেতার শরীরে বিষ মেলেনি

রাশিয়ার বিরোধীদলীয় নেতার শরীরে বিষ মেলেনি

ধারণাটা ছিলই। সেটিই সত্যি হলো। এবার রাশিয়ার বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনিকে পরীক্ষা করে চিকিৎসকরা জানালেন, তাঁর শরীরে বিষ নেই। যদিও চিকিৎসার জন্য তাকে জার্মানিতে পাঠাতে সম্মত হয়নি প্রশাসন। নাভালনির সহযোগীদের দাবি, এভাবে বিরোধীদলীয় নেতার প্রাণের ঝুঁকি বাড়ানো হচ্ছে। ৪৪ বছরের নাভালনি বরাবরই পুতিনের কড়া সমালোচক। প্রেসিডেন্ট এবং প্রশাসনিক কর্তাদের দুর্নীতি নিয়ে মুখ খুলেছেন এ আইনজীবী। বৃহস্পতিবার সাইবেরিয়ার টমস্ক থেকে মস্কো যাওয়ার পথে বিমানে ঢলে পড়েন তিনি। চা পান করেছিলেন বিমানবন্দরে। সেটি পান করার পরই ওই অবস্থা। ওমস্কে জরুরি অবতরণ করে বিমান। সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কোমায় রয়েছেন নাভালনি। ভেন্টিলেশনে রাখা হয়েছে। গোটা বিষয়টায় নাভালনি সমর্থকরা প্রেসিডেন্ট পুতিনের দিকেই আঙ্গুল তুলেছেন। দাবি করেছেন, নাভালনিকে বিষ খাওয়ানো হয়েছে। যদিও ওই দিনই ক্রেমলিনের মুখপাত্র পেশনিকভ জানিয়ে দেন, এসবই অনুমান। সত্যি নয়। এদিন ওমস্কের ওই হাসপাতালের প্রধান চিকিৎসক আনাটোলি কালিনিচেনকো একই সুরে জানালেন, নাভালনির রক্তে বা মূত্রে বিষ মেলেনি। তবে তাকে এখন জার্মানিতে চিকিৎসার জন্য পাঠানোর অনুমতি দেওয়া যাবে না। কারণ তার অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর