শনিবার, ২২ আগস্ট, ২০২০ ০০:০০ টা
পেশোয়ারে জউই নেতা

পাকিস্তানের একটাই চিন্তা, ‘কব্জায় থাকা ভূমি কীভাবে রক্ষা করি!’

প্রতিদিন ডেস্ক

ডানপন্থি পাকিস্তানি রাজনীতিক, জমিয়তে উলেমা-ই-ইসলামের (জউই) সভাপতি মাওলানা ফজলুর রহমান কাশ্মীরের ব্যাপারে অনুসৃত ব্যর্থ নীতির জন্য ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের তীব্র সমালোচনা করেছেন।

পেশোয়ারে সমর্থকদের এক সমাবেশে তিনি বলেন, পাকিস্তান আগে ভাবত, কবে দখল করে নেব শ্রীনগর (জম্মু ও কাশ্মীরের রাজধানী)। আর এখন ভাবে, কীভাবে রক্ষা করব মুজাফফরাবাদ (পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের রাজধানী)। মাওলানা মনে করেন, ইমরান সরকারের অকর্মণ্যতাই এ জন্য দায়ী।

গত বছর সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বিলুপ্ত করে ভারত। এর ফলে কাশ্মীরের বিশেষ মর্যাদা বিলুপ্ত হয় এবং কাশ্মীরকে ভাগ করে কেন্দ্র-শাসিত দুটি অঞ্চল গঠন করা হয়। মাওলানা ফজলুর রহমান বলেন, এত বড় অবমাননার জবাবে আমরা (পাকিস্তান) কিছুই করতে পারলাম না। কারণ চিন্তার দীনতা।

তিনি বলেন, ক্ষমতাসীন সরকার দেশের মর্যাদা অবনত করছে। এর ফলে পাকিস্তানের এখন একটাই চিন্তা, ‘কব্জায় থাকা ভূমি কীভাবে রক্ষা করি!’ অথচ আগে পাকিস্তান ভাবত- কবে যে শ্রীনগর কব্জা করব!’

জউই নেতা ফজলুর রহমান গত বছর কোয়েটায় এক সভায় বলেছিলেন, ইমরানের ব্যর্থ সরকার পদত্যাগ না করলে তাকে উৎখাতের আন্দোলন শুরু করবেন।

তিনি তখন বলেন, আর জনসভা নয়, আগামীতে করা হবে সরকারবিরোধী ‘আজাদী মিছিল’।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর