মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২০ ০০:০০ টা

করোনায় প্লাজমা ব্যবহারের অনুমোদন ট্রাম্প প্রশাসনের

যুক্তরাষ্ট্রে গুরুতর করোনা আক্রান্তদের জন্য প্লাজমা চিকিৎসার অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রচার মাধ্যম সিএনএনের প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার ‘জরুরি ব্যবহারের জন্য’ এই চিকিৎসার অনুমোদন দিয়েছে সেখানকার খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। তারা বলছে, প্লাজমার সম্ভাব্য ঝুঁকির চেয়ে এর সম্ভাব্য উপকারিতা বেশি।

প্লাজমা চিকিৎসা এমন এক পদ্ধতি, যেখানে করোনা থেকে সেরে ওঠা ব্যক্তির দেহে অ্যান্টিবডি তৈরি হওয়ার পর তার দেহ থেকে প্লাজমা নিয়ে আক্রান্ত ব্যক্তিকে দেওয়া হয়। এতে করে আক্রান্ত ব্যক্তি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারে।

সর্বশেষ খবর