রবিবার, ১১ অক্টোবর, ২০২০ ০০:০০ টা
চীনের দাবি

উহানের আগেই বিশ্বে ছড়িয়েছিল করোনা

উহানের আগেই বিশ্বে ছড়িয়েছিল করোনা

চীন দাবি করেছে, উহানের আগেই বিশ্বে ছড়িয়েছিল করোনাভাইরাস। গত বছর বিশ্বের বিভিন্ন জায়গায় এ ভাইরাসটি ছড়িয়েছিল। আর চীনই সর্বপ্রথম ভাইরাসটি সম্পর্কে অবগত হয় এবং ভাইরাসের খবরটিও সবাইকে জানিয়ে দেয়। চীনই ভাইরাসের বিরুদ্ধে প্রথম ব্যবস্থা নেয়। সূত্র : রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হুয়া চুনিং গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে বলেন, ‘করোনাভাইরাস নতুন ধরনের ভাইরাস। এর তথ্য জানার পর থেকেই আরও অনেক তথ্য পাওয়া যাচ্ছে। আমরা সবাই জানি, গত বছরের শেষ দিকে বিশ্বের বিভিন্ন দেশে মহামারীটি শুরু হয়। চীন প্রথম এ সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করে। ওই ভাইরাসটি শনাক্ত করে বিশ্বের সবার কাছে জিনোম সিকোয়েন্স জানানো হয়।’

উল্লেখ্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) মারাত্মক করোনাভাইরাসটির উৎসের তদন্ত করার জন্য তৎপরতা শুরু করার পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়  থেকে এ বিবৃতি দেওয়া হলো।

সর্বশেষ খবর