শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০ ০০:০০ টা

দ. আফ্রিকায় মিলল আরও বেশি সংক্রামক করোনাভাইরাস!

ব্রিটেনে সন্ধান মেলা করোনাভাইরাসের নতুন প্রজাতিকে নিয়ে উদ্বিগ্ন গোটা বিশ্ব। এবার তার চেয়েও কয়েক গুণ বেশি সংক্রামক ভাইরাস প্রজাতির সন্ধান মিলল দক্ষিণ আফ্রিকায়। এবং তা ধরা পড়েছে ব্রিটেনেই। এই নতুন প্রজাতি দক্ষিণ আফ্রিকায় করোনার ব্যাপক বৃদ্ধি ঘটিয়েছে। বিশেষজ্ঞদের আশঙ্কা, সম্ভবত আরও বড় দ্বিতীয় ঢেউয়ের মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা। নতুন প্রজাতি সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছেন ব্রিটেনের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তাঁর দাবি, সম্প্রতি সন্ধান পাওয়া এই প্রজাতি অভিযোজনের কারণে ব্রিটেনের প্রজাতির চেয়েও অনেক গুণ বেশি সংক্রামক এবং সক্রিয়। প্রচ- দ্রুতগতিতে তা ছড়াচ্ছে। তাই লকডাউনের বিধি আরও কঠোর করছে ব্রিটেন। 

সর্বশেষ খবর