শুক্রবার, ৯ এপ্রিল, ২০২১ ০০:০০ টা

ধুঁকছে দেশ, মেনে নিলেন কিম

ধুঁকছে দেশ, মেনে নিলেন কিম

১০ বছর ধরে একচ্ছত্রভাবে দেশ শাসন করছেন তিনি। তবে সম্ভবত এই প্রথমবার দলীয় কর্মীদের সামনে স্বীকার করলেন, দেশের অর্থনৈতিক অবস্থা একেবারেই ভালো নয়। করোনা রুখতে বিশ্বের আর পাঁচটি দেশের মতো উত্তর কোরিয়ায়ও লকডাউন ঘোষণা করতে বাধ্য হয়েছিল। ফলে দেশের আর্থিক বৃদ্ধি তলানিতে ঠেকেছে। গত পরশু রাজধানী পিয়ংইয়ংয়ে ওয়ার্কার্স পার্টির শাখা সচিবদের বৈঠকে এ কথা স্বীকার করে নিয়েছেন কিম। বলেছেন, ‘দেশ এখন সবচেয়ে খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে।’ কীভাবে এ অবস্থা থেকে উত্তর কোরিয়াকে টেনে তোলা যায়, দলীয় কর্মীদের সঙ্গে তা নিয়ে আলোচনাও করেন তিনি।

সর্বশেষ খবর