বৃহস্পতিবার, ২০ মে, ২০২১ ০০:০০ টা

ইউএফও দেখার বিষয়ে জানালেন ওবামা

ইউএফও দেখার বিষয়ে জানালেন ওবামা

আকাশে মাঝেমধ্যে দেখা দেয় আবার মুহুর্তেই গায়েব। এদের বলা হচ্ছে মহাজাগতিক বস্তু বা ইউএফও। ভিনগ্রহ থেকে আসা বস্তু বা যান। বিষয়টি নিয়ে আরও উৎসাহের সৃষ্টি করলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বিভিন্ন ব্যক্তি এ বস্তু দেখেছেন বলে তিনি জেনেছেন। তাঁর মন্তব্য, বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নেওয়া উচিত। মার্কিন সিবিসি টেলিভিশনের দ্য লেট লেট শোয় ওবামা বলেছেন, মহাকাশে অজ্ঞাত এসব বস্তুর ফুটেজ তিনি দেখেছেন। তবে এটাকে ব্যাখ্যা করা খুব সহজ নয়। যুক্তরাষ্ট্রের যোদ্ধা এক পাইলট তাঁকে জানিয়েছেন, দুই বছর ধরে তিনি ভার্জিনিয়া উপকূলে অজ্ঞাত একটি এয়ারক্রাফট দেখতে পেয়েছেন। তাঁর এ মন্তব্যের পর ওবামা ওই কথা বলেছেন। তিনি বলেছেন, ২০০৮ সালে যখন ক্ষমতায় আসেন তখন যুক্তরাষ্ট্র সরকারের ইউএফও সম্পর্কিত গোপনীয়তার বিষয়ে জানতে খুব উদ্গ্রীব ছিলেন তিনি। তাঁর ভাষায়, ‘আমার জানতে ইচ্ছা হচ্ছিল আমরা কি ভিনগ্রহের আগন্তুকদের কোনো স্পেসিমেন অথবা স্পেসশিপ নিয়ে গবেষণা করছি এমন কোনো ল্যাব আছে?’ কিন্তু উত্তরটি ছিল না। যুক্তরাষ্ট্র সেনাবাহিনীর বিভিন্ন ব্যক্তি যেসব অজ্ঞাত মহাজাগতিক বিষয় দেখেছেন সে সম্পর্কিত একটি রিপোর্ট এ মাসে আরও পরে প্রকাশ করার কথা রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এসব বস্তু সম্পর্কে ওবামা বলেন, ‘আসলে সত্য হলো আকাশে এসব বস্তুর অনেক ফুটেজ এবং রেকর্ড আছে। তবে প্রকৃতপক্ষে আমরা জানি না এসব কী। এসব কীভাবে চলাচল করে, তাদের লক্ষ্য কী এর কিছুই আমরা ব্যাখ্যা করতে পারি না। তাই এসব নিয়ে যাঁরা কাজ করেন তাঁদের উচিত এটাকে আরও গুরুত্ব দিয়ে তদন্ত করা এবং একে শনাক্ত করা যে আসলে এগুলো কী। এখন পর্যন্ত এর পরিষ্কার জবাব পাইনি।’ ব্রিটেনের একটি অনলাইন ট্যাবলয়েড পত্রিকায় এ তথ্য প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ খবর