মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

পোপ ফ্রান্সিসের অস্ত্রোপচার

পোপ ফ্রান্সিসের অস্ত্রোপচার

বেশ কিছুদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। শেষ পর্যন্ত রবিবারের প্রার্থনার পরই ইতালির রোমের গেমেলি ইউনিভার্সিটি হাসপাতালে অন্ত্রে অস্ত্রোপচার হয়েছে পোপ ফ্রান্সিসের। চিকিৎসকরা জানিয়েছেন, অস্ত্রোপচারের পর সুস্থই রয়েছেন ৮৪ বছর বয়সী খ্রিস্টান ধর্মগুরু। ভ্যাটিকান সিটির মুখপাত্র মাত্তেও ব্রুনি এক বিবৃতিতে জানান, ২০১৪ সালে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন পোপ ফ্রান্সিস। তবে অপারেশনের পর সুস্থ রয়েছেন। যদিও এ অপারেশন আচমকা বা জরুরি ভিত্তিতে করা হয়নি। বরং বেশ কিছুদিন আগে থেকেই নির্ধারিত ছিল। তবে এ অপারেশনের বিষয়ে বিস্তারিত জানাননি ব্রুনি। পোপকে কত দিন হাসপাতালে থাকতে হবে সে বিষয়েও কিছু বলেননি। পোপের বৃহদান্ত্রে ‘সিম্পটোম্যাটিক ডাইভার্টিকুলার স্টেনোসিস’-এর জন্য অপারেশন করা হয়েছে বলে খবর। এ অসুখে কোলন সংকুচিত হয়ে যায়।

 ১০ জন চিকিৎসকের একটি দল এ অস্ত্রোপচারে অংশ নেয়।

সর্বশেষ খবর