মঙ্গলবার, ৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

জুমার গ্রেফতার ঠেকাতে ‘মানবপ্রাচীর’

জুমার গ্রেফতার ঠেকাতে ‘মানবপ্রাচীর’

দক্ষিণ আফ্রিকার সাবেক প্রেসিডেন্ট জ্যাকব জুমার বাড়ির বাইরে গতকাল ‘মানবপ্রাচীর’ গড়ে তুলেছেন তার সমর্থকরা। জ্যাকব জুমার গ্রেফতার ঠেকাতে তার সমর্থকরা এ মানবপ্রাচীর গড়েছেন।

৭৯ বছর বয়সী জুমাকে ১৫ মাসের কারাদন্ড দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। চলতি বছরের শুরুর দিকে দুর্নীতির তদন্তে হাজির না হওয়ায় আদালত অবমাননার দায়ে তাকে গত মঙ্গলবার এ কারাদ- দেওয়া হয়। গত ২৯ জুন আদালতের রায়ে বলা হয়, পাঁচ দিনের মধ্যে জুমাকে নিজ থেকে পুলিশের কাছে ধরা দিতে হবে। যদি তিনি তা না করেন, তাহলে তাকে গ্রেফতার করা হবে।

সর্বশেষ খবর