সোমবার, ২৬ জুলাই, ২০২১ ০০:০০ টা

ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী

করোনাভাইরাসকে ‘ভয় পাওয়া উচিত নয়’ বা ‘ভয় পেয়ে গুটিয়ে যাওয়া ঠিক নয়’ টুইটারে এমন মন্তব্য করার পর ব্যাপক সমালোচনার মুখে ক্ষমা চাইলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী সাজিদ জাবেদ। লেবার পার্টি তার এ মন্তব্যের সমালোচনা করে বলে, এর মাধ্যমে যারা করোনার বিধিনিষেধ মেনে চলছে তাদের অবজ্ঞা করা হলো। তবে সাজিদ জাবেদ নতুন এক টুইটার পোস্টে আন্তরিকভাবে ক্ষমা চেয়ে বলেন, ‘আমার শব্দ চয়নে ভুল হয়েছিল’। তিনি বলেন, আমি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেছিলাম ভ্যাকসিন করোনাভাইরাস মোকাবিলায় সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

সর্বশেষ খবর