সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১ ০০:০০ টা

দুই ঘণ্টায় ওমিক্রন শনাক্তের কিট

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ (আইসিএমআর) সংস্থার গবেষণা থেকে বলা হয়েছে, তারা এমন একটি কিট তৈরি করেছেন যাতে করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ধরা পড়বে মাত্র দুই ঘণ্টায়। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ এবং রিজিওনাল  মেডিকেল রিসার্চ সেন্টার যৌথ প্রচেষ্টায় কিটটি তৈরি করেছে।

যাতে মুখ্য ভূমিকা পালন করেছেন চিকিৎসক বিশ্বজ্যোতি বোর্কাকোটি। তিনি জানান, এই নতুন কিটের মাধ্যমে মাত্র দুই ঘণ্টায় ধরা পড়েেব ওমিক্রন (ই.১.১.৫২৯) ভাইরাস।

সর্বশেষ খবর