রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা
মানবাধিকারের অবনতি

মিসরের সামরিক সহায়তা বাতিল করল যুক্তরাষ্ট্র

প্রতিদিন ডেস্ক

মিসরের সঙ্গে ১৩ কোটি ডলারের সামরিক সহায়তার চুক্তি বাতিল করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন বলেন, মানবাধিকার উদ্বেগের কারণে এই চুক্তিটি বাতিল করা হয়। মিসরের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্রচুক্তির কিছুদিন পরেই সামরিক সহায়তার এ চুক্তিটি বাতিল করা হয়েছে। সূত্র : বিবিসি। শুক্রবার মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, মিসর সামরিক সহায়তা পাওয়ার জন্য  সেপ্টেম্বর থেকে যে শর্তগুলো ছিল সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে। টাকাটি অন্য খাতে ব্যবহার করা হবে, তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলা হয়নি। সহায়তার চুক্তিটি বাতিল হলেও এর কয়েকদিন আগের ২ দশমিক ৫ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তিটি নিয়ে কিছু জানায়নি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এনটোনি ব্লিঙ্কেন সেপ্টেম্বরে মিসরের জন্য ৩০ কোটি ডলারের সহায়তা অনুমোদন দিলেও জানুয়ারির শেষ নাগাদ মানবাধিকার সংক্রান্ত শর্ত পূরণ করতে না পারায় ১৩ কোটি ডলারের চুক্তিটি বাতিল করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগ বলছে, মিসরের জন্য এসব শর্ত পূরণের সময়সীমা শিগগিরই ঘোষণা করা হবে।

সর্বশেষ খবর