রবিবার, ৩০ জানুয়ারি, ২০২২ ০০:০০ টা

তাইগ্রে অঞ্চলে ৬০ লাখ বাসিন্দা অবরুদ্ধ

ইথিওপিয়ার সংঘাতকবলিত তাইগ্রে অঞ্চলে প্রায় ৬০ লাখ বাসিন্দা অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। পাশাপাশি খাদ্যের অভাবে আছেন ৪০ শতাংশ মানুষ। তাইগ্রের এ চরম পরিস্থিতির কথা জানায় ডব্লিউএফপি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি বলছে, সংঘাতকবলিত তাইগ্রের বাসিন্দাদের দিনের আহার জোগাড়ে লড়াই করতে হচ্ছে। ২০২০ সালের নভেম্বরে তাইগ্রে পিপলস লিবারেশন ফ্রন্ট পার্টি-টিপিএলএফ ও ইথিওপিয়ার সরকারি বাহিনীর মধ্যে যুদ্ধ শুরু হয়। টিএলএফের দাবি, সংঘাতকবলিত অঞ্চলটিতে চলমান যুদ্ধে প্রাণ হারিয়েছেন লক্ষাধিক মানুষ। যদিও দেশটির সরকার বরাবরই তা প্রত্যাখ্যান করে আসছে। দুই পক্ষের সংঘর্ষের কারণে তাইগ্রে অঞ্চলের মানুষের চলমান খাদ্য সংকট ও মানবেতর জীবনযাপন পরিস্থিতি নিয়ে সতর্ক করেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি-ডব্লিউএফপি।

সর্বশেষ খবর