রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৯ লাখ

করোনায় যুক্তরাষ্ট্রে মৃত্যু ছাড়াল ৯ লাখ

প্রাণঘাতী করোনাভাইরাসের অতিসংক্রামক ধরন ওমিক্রনের সংক্রমণ ও হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ার মধ্যে যুক্তরাষ্ট্রে কভিড-১৯ এ মৃত্যুর সংখ্যা ৯ লাখ ছাড়িয়ে গেছে। শুক্রবার দেশটিতে করোনাভাইরাস মহামারি দুঃখজনক এ নতুন মাইলফলকে পৌঁছায় বলে খবর বার্তা সংস্থা রয়টার্র্সের। দেশটিতে ওমিক্রনের সংক্রমণ প্রাধান্য বিস্তার করার মধ্যেই ১২ ডিসেম্বর থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত মৃতের সংখ্যা বেড়েছে ১ লাখেরও বেশি। তবে এক্ষেত্রে ওমিক্রনের চেয়ে করোনাভাইরাসের ডেল্টা ধরনের দায় সম্ভবত বেশি বলে জানিয়েছে ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন-সিডিসি। প্রাথমিক সাক্ষ্যপ্রমাণে দেখা গেছে, ওমিক্রন অনেক বেশি সংক্রামক হলেও ডেল্টার মতো এটি তেমন গুরুতর অসুস্থতার কারণ হয়নি। কিন্তু বিপুল সংখ্যক মানুষ ওমিক্রনে আক্রান্ত হওয়ার কারণে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা বেড়েছে। এতে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থাগুলোর ওপর সৃষ্ট চাপ অনেক ক্ষেত্রেই সীমায় পৌঁছে গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ওমিক্রন আক্রান্তদের মধ্যে যাদের হাসপাতালে ভর্তি করতে হয়েছে তাদের অধিকাংশই হয় টিকা নেননি বা আগে থেকেই বিভিন্ন ধরনের অসুস্থতায় ভুগছিলেন। দেশটির প্রায় ২৫ কোটি নাগরিক করোনাভাইরাস টিকার অন্তত একটি ডোজ পেয়েছেন।

সর্বশেষ খবর