রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভণ্ড’ বলায় উপপ্রধানমন্ত্রীর ক্ষমা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে ‘ভণ্ড’ বলায় উপপ্রধানমন্ত্রীর ক্ষমা

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসনকে ‘ভণ্ড ও মিথ্যাবাদী’ বলার জন্য ক্ষমা চেয়েছেন দেশটির উপপ্রধানমন্ত্রী বার্নাবি জয়েস। গতকাল ন্যাশনাল পার্টির এ নেতা জানান, ক্ষমা চাওয়ার পাশাপাশি পদত্যাগেরও প্রস্তাব দিয়েছিলেন তিনি, যদিও মরিসন তার সে প্রস্তাবে রাজি হননি। পরে এক বিবৃতিতে মরিসনও জয়েসকে ক্ষমা করে দেওয়ার কথা জানিয়েছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে। মরিসনের জোট সরকারের অংশীদার ন্যাশনাল পার্টি; তার নেতা হওয়ার সুবাদেই ২০২১ সালে জয়েস উপপ্রধানমন্ত্রী হয়েছেন। মরিসন তাকে নিয়োগ দেননি। সম্প্রতি ফাঁস হওয়া এক বার্তায় উপপ্রধানমন্ত্রীকে তিনি যে কখনোই মরিসনকে বিশ্বাস করতেন না, তা লিখতে দেখা গেছে। ‘তিনি ভণ্ড ও মিথ্যাবাদী, দীর্ঘ সময় ধরেই এটা আমার পর্যবেক্ষণ, ’ গত বছর মরিসনের লিবারেল পার্টির সাবেক এক কর্মীকে লিখেছিলেন জয়েস; ওই কর্মী তার এক সহকর্মীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন। জয়েসের এই মন্তব্য মরিসনের রাজনৈতিক অবস্থানকে আরও নাড়িয়ে দেবে বলেই মনে করা হচ্ছে।

 

সর্বশেষ খবর