রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

সহকারীদের পদত্যাগে বিচলিত নন জনসন

সহকারীদের পদত্যাগে বিচলিত নন জনসন

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন তার ৫ সহকারীর পদত্যাগে বিচলিত হননি, বরং বিদায়ী সহকর্মীদের শুভকামনা জানিয়েছেন। লকডাউনের মধ্যে গার্ডেন পার্টি ও মদের আয়োজনের জেরে দেশজুড়ে তীব্র সমালোচনার মুখে রয়েছেন তিনি। বিবিসিকে ওই মুখপাত্র বলেন, ‘পদত্যাগের আগ পর্যন্ত তারা সরকারের অংশ ছিলেন। এতদিন সরকার পরিচালনার ক্ষেত্রে অবদান রাখার জন্য তাদেরকে ধন্যবাদ ও শুভকামনা জানিয়েছেন প্রধানমন্ত্রী।’ তবে তার নেতৃত্বাধীন সরকারের অন্যরাও এই ৫ জনকে অনুসরণ করুক- তা এই মুহূর্তে একদমই চাইছেন না ব্রিটেনের প্রধানমন্ত্রী। শনিবার বিবিসিকে এ তথ্য জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর কার্যালয় ও বাসভবন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের এক মুখপাত্র।

দেড় বছর আগে, ২০২০ সালের মে মাসে যুক্তরাজ্যে যখন করোনার প্রথম ঢেউ চলছে, সে সময় বেশ কয়েকজন অতিথির জন্য লন্ডনের ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে নিজের সরকারি বাসভবন পার্টির আয়োজন করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যুক্তরাজ্যের প্রথম লকডাউনের মধ্যে আয়োজিত সেই পার্টিতে শতাধিক অতিথি আমন্ত্রিত ছিলেন এবং সবাইকে যার যার মদ আনার আহ্বান জানানো হয়েছিল।

 

 

সর্বশেষ খবর