রবিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

পশ্চিমবঙ্গজুড়ে তৃণমূলের বিক্ষোভ

কলকাতা প্রতিনিধি

পশ্চিমবঙ্গে আসন্ন পুরসভা নির্বাচনে রাজ্যটির ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্র্রেসের প্রার্থী ঘোষণার পরই জেলায় জেলায় ছড়িয়ে পড়েছে বিক্ষোভের আগুন। পছন্দের প্রার্থীর টিকিট না মেলায় প্রকাশ্যে চলে এসেছে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। কোথাও গাড়ির টায়ার জ্বালিয়ে বিক্ষোভ, কোথাও সড়ক অবরোধ, রেল অবরোধ, স্লোগান, শাউটিং, পিকেটিং- যা এককথায় নজিরবিহীন। বিক্ষোভ থামাতে নামাতে হয় পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ফোর্স (র‌্যাফ), এমনকি দলের বিধায়করা নেমেও পরিস্থিতি আয়ত্তে আনতে হিমসিম খান। কোনো কোনো জায়গায় দলীয় কর্মীরা এতটাই উত্তপ্ত হয়ে ওঠেন যে সাধারণ পথচারীর গাড়ি ভাঙচুর করতেও দ্বিতীবার ভাবেননি। পুরসভার ভোটের আগে দলের অন্দরে এমন ক্ষোভের ঘটনায় কার্যতই অস্বস্তিতে পড়েছেন জোড়াফুল শিবিরের কর্মকর্তারা। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, রাজ্যটির রাজনৈতিক ইতিহাসে এমন চিত্র দেখেনি রাজ্যবাসী। বিষয়টি নিয়ে বিরোধী দলগুলোও কটাক্ষ করতে ছাড়েনি ক্ষমতাসীন দলকে। তাদের সবার নিশানায় তৃণমূল। এদিকে আগামী ২৭ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে ১০৮টি পুরসভায় ভোট নেওয়া হবে। তার আগে শুক্রবার দুপুরের দিকে ১০৭টি পুরসভার জন্য (দার্জিলিং বাদে) দলের প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূলের মহাসচিব পার্থ চ্যাটার্জি ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি। এ সময় সেখানে ছিলেন পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম, বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস ও পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

 

সর্বশেষ খবর