সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন

-আসাদুদ্দিন ওয়াইসি

হিজাব পরা নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন

ভারতের লোকসভার সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন ‘হিজাব পরিহিত নারীই একদিন ভারতের প্রধানমন্ত্রী হবেন।’ দেশটির কর্ণাটকের উদুপি জেলায় একটি সরকারি কলেজে কয়েকজন নারী শিক্ষার্থীর হিজাব তারপর সামনে পড়া নিয়ে যে বিতর্ক দেখা দিয়েছে তার মধ্যেই আসাদুদ্দিনের এই মন্তব্য। গতকাল  টুইটে একটি ভিডিও পোস্ট করে এই মন্তব্য করেন অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) প্রধান আসাদুদ্দিন।

তিনি আরও বলেন ‘নারীরা হিজাব পরবে, কলেজে যাবেন, কালেক্টর হবেন, ম্যাজিস্ট্রেট-ডাক্তার-ব্যবসায়ী হবেন। এবং আপনারা একটা কথা মনে রাখবেন... আমি হয়তো সেদিন বেঁচে থাকব না, কিন্তু একদিন হিজাব পরা মেয়েই দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ শাসন করবেন।’

আসাদুদ্দিনের ওই মন্তব্যের পাল্টা জবাব দিতে গিয়ে তেলেঙ্গানার বিজেপি সাংসদ টি. রাজা সিং জানান ‘যতদিন বিজেপি থাকবে কোনো বোরকাওয়ালী প্রধানমন্ত্রী হবে না। আপনি আপনার জনসংখ্যা যতই বাড়ান না কেন, তাতে কোনো লাভ হবে না। আমরা আপনার এই স্বপ্ন পূরণ হতে দেব না।

সর্বশেষ খবর