সোমবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২২ ০০:০০ টা

এবার ফ্রান্সেও ‘ফ্রিডম কনভয়’

এবার ফ্রান্সেও করোনা বিধির বিরোধিতা করে ‘ফ্রিডম কনভয়’ বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার শত শত গাড়িবহর নিয়ে বিক্ষোভকারীরা প্যারিসে প্রবেশের চেষ্টা করলে তাঁদের বাধা দিয়েছে পুলিশ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কানাডায় ‘ফ্রিডম কনভয়’ নামে শুরু হওয়া সে বিক্ষোভ ইতোমধ্যে বিশ্বের আরও কয়েকটি দেশে ছড়িয়ে পড়েছে। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডসে একই রকমের বিক্ষোভ হতে দেখা গেছে। রাজধানীতে এ ধরনের গাড়িবহরের প্রবেশ নিষিদ্ধ করেছে অস্ট্রিয়া ও বেলজিয়াম। আর এবার ফ্রান্সে শুরু হয়েছে সে বিক্ষোভ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, শনিবার শত শত গাড়িবহর নিয়ে বিক্ষোভকারীরা প্যারিসে প্রবেশের চেষ্টা করলে পুলিশি বাধায় পড়ে বিক্ষোভকারীরা। উক্ত বিক্ষোভে অংশ নেওয়া কয়েকজনকে আটক ও জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন। স্বরাষ্ট্রমন্ত্রী জি রাল্ড ডারমানিন বলেন, তিন শতাধিক বিক্ষোভকারীকে জরিমানা করা হয়েছে, গ্রেফতার হয়েছেন ৫৪ জন। বিক্ষোভকারীদের ঠেকাতে তিন দিনের জন্য সাত হাজারের বেশি কর্মকর্তাকে নিয়োজিত রেখেছে কর্তৃপক্ষ।

সর্বশেষ খবর