শুক্রবার, ১১ মার্চ, ২০২২ ০০:০০ টা

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়ল

দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট ইয়ুন সক-ইয়ল

হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর দেশের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে রক্ষণশীল বিরোধীদলীয় প্রার্থী ইয়ুন সক-ইয়লকে বেছে নিয়েছে দক্ষিণ কোরিয়ার মানুষ। রাজনীতিতে তুলনামূলক নবীন ইয়ুন শ্রেণিবৈষম্য মোকাবিলার প্রতিশ্রুতির ওপর দাঁড়িয়ে ডেমোক্র্যাটিক পার্টির লি জায়ে-মিয়ুংকে পরাস্ত করেছেন।  দেশটির ইতিহাসের অন্যতম তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ নির্বাচনে বিজয়ী ও পরাজিত প্রার্থীর প্রাপ্ত ভোটের ব্যবধান ছিল ১ শতাংশেরও কম। গতকাল সকালে বিজয় অনুষ্ঠানে সমর্থকদের উদ্দেশ্যে ইয়ুন বলেন, তিনি জনগণের জীবনমান ও হতদরিদ্রদের কল্যাণের দিকে নজর দেবেন। এবার ৭৭ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। প্রেসিডেন্ট নির্বাচিত হলেও দক্ষিণ কোরিয়ার এক কক্ষবিশিষ্ট পার্লামেন্টে ইউন সুকের দলের সংখ্যাগরিষ্ঠতা থাকবে না।  বর্তমান প্রেসিডেন্ট মুন জা-ইনের ডেমোক্র্যাটিক পার্টি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠ। মে মাসে মুন জা-ইনের স্থলাভিষিক্ত হবেন ইয়ুন সক-ইয়ল।

সর্বশেষ খবর