সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

করোনার পর এবার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ‘হার্টল্যান্ড’

করোনার পর এবার যুক্তরাষ্ট্রে প্রাণঘাতী ‘হার্টল্যান্ড’

মহামারির আতঙ্ক কাটতে না কাটতেই আবারও নতুন এক প্রাণঘাতী ভাইরাসের দাপটে ত্রস্ত আমেরিকা। নাম হার্টল্যান্ড ভাইরাস। ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে ছয়টি রাজ্যে। প্রতিদিন লাফিয়ে বাড়ছে সংক্রমণ। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, করোনা ভাইরাসের সঙ্গে এর উপসর্গের অনেক মিল রয়েছে। তবে এই ভাইরাসের সঠিক চিকিৎসা বা ওষুধ এখনো পাওয়া যায়নি। ছারপোকার শরীরের বাস এই ভাইরাসের। পরে তা মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের তরফে ইতোমধ্যেই এই ভাইরাসকে ঘিরে সতর্কতা জারি করা হয়েছে। জর্জিয়ার ইমোরি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানাচ্ছেন, এই ভাইরাস করোনার মতোই ভয়াবহ ও প্রাণঘাতী। বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক গঞ্জালো ভাজকুয়েজ প্রোকোপেক জানিয়েছেন, দ্রুত গতিতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সংক্রমণ যে হারে ছড়াচ্ছে, মৃত্যুর হার তার তুলনায় কম। তবে বয়স্করা আক্রান্ত হলে তা বিপদজ্জনক বলেই ধারণা বিশেষজ্ঞদের। জ্বর, মাথাব্যথা, পেট খারাপ, নাক থেকে জল ঝরে পড়া, ডায়ারিয়া, হাতে-পায়ে- গাঁটে গাঁটে ব্যথা, হার্টল্যান্ড ভাইরাসে আক্রান্তদের এই ধরনের উপসর্গ দেখা দিচ্ছে। এই ধরনের উপসর্গ একসঙ্গে দেখা দিলেই চিকিৎসকের পরামর্শ নিতে বলছেন বিশেষজ্ঞরা। কিছু ড্রাগ এবং থেরাপির সাহায্যে এই রোগের চিকিৎসা করা হবে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। প্রসঙ্গত, প্রথমবার ২০০৯ সালে এই ভাইরাসের হদিস পাওয়া গিয়েছিল। এরপর ২০২১ সালের মধ্যে জর্জিয়া, ইলিনইস, ইন্ডিয়ানা, আইওয়া, কান্সাস, কেনটাকি সহ ১১টি জায়গায় ছড়িয়ে পড়ে হার্টল্যান্ড ভাইরাস।

সর্বশেষ খবর