সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

বিদায় ঘণ্টা বাজছে ইমরানের?

বিদায় ঘণ্টা বাজছে ইমরানের?

পাকিস্তানের ইতিহাসে প্রধানমন্ত্রী তার পূর্ণ মেয়াদ পূরণ করতে পেরেছেন এমন অভিজ্ঞতা নেই বললেই চলে। বর্তমান প্রধানমন্ত্রী ইমরান খানের ক্ষেত্রেও সেটি সত্যি হতে চলেছে। যত সময় যাচ্ছে ততই দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের। তাঁর বিরুদ্ধে নতুন করে অনাস্থা প্রস্তাব আনছে বিরোধী জোট। ওয়াকিবহাল মহলের ধারণা, সম্ভবত সেই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না ইমরান। কারণ তার ওপর থেকে পাকিস্তানের সেনাবাহিনীও এবার হাত সরিয়ে নিচ্ছে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পাকিস্তান সেনাবাহিনীর চার শীর্ষ পদাধিকারী, যাঁদের মধ্যে অন্যতম সেনাপ্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়া ইমরানকে পদত্যাগ করার পরামর্শ দিয়েছেন। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, শুক্রবার ইমরান খানের সঙ্গে জেনারেল বাজওয়া সাক্ষাৎ করেছেন। বৈঠকে অনাস্থা প্রস্তাব থেকে শুরু করে বেলুচিস্তানে বিদ্রোহীদের কার্যকলাপ নিয়েও আলোচনা হয়েছে বলে খবর। রেডিও পাকিস্তান গতকাল জানায়, পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সার আগামী শুক্রবার পাক সংসদের নিম্নকক্ষের অধিবেশন আহ্বান করেছেন। ওই অধিবেশনেই প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবের পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হবে।

সর্বশেষ খবর