সোমবার, ২১ মার্চ, ২০২২ ০০:০০ টা

সুইফটের বিকল্প বের করছে রুশ ও চীনের কেন্দ্রীয় ব্যাংক

আন্তর্জাতিক আর্থিক লেনদেন ব্যবস্থা সুইফট থেকে নিষিদ্ধ হওয়ার পর এর প্রভাব পড়েছে রাশিয়ার ওপর। যদিও ইউক্রেন যুদ্ধের আগে সুইফট নিষিদ্ধ হলে কী কী সমস্যা হবে সে সম্পর্কে হোম ওয়ার্ক সেরে নিয়েছে রাশিয়া। তবে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, মস্কো ও বেইজিং আরও আগেই সুইফটের বিকল্প ব্যবস্থার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পেরেছিল। সে কারণে কয়েক বছর ধরেই সুইফটের বিকল্প তৈরি নিয়ে কাজ করছিল দেশ দুটি।

রাশিয়ার একজন সিনিয়র পার্লামেন্ট সদস্য দাবি করেছেন, দেশটির কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার সঙ্গে যৌথভাবে কাজ করছে। এতে সুইফট ব্যাংকিং নেটওয়ার্কের বিকল্প উপায় বের করা সম্ভব হতে পারে।  সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অর্থনৈতিক বাজারের স্টেট ডুমা কমিটির চেয়ারম্যান আনাতোলি আকসাকভ বলেন, দুই দেশের কেন্দ্রীয় ব্যাংক ‘ইন্টারঅপারেবিলিটি’র সমাধান নিয়ে কাজ করছে। এর ফলে মস্কোর তৈরি সুইফটের বিকল্প এসপিএফএসকে চীনের সিআইপিএসের সঙ্গে যুক্ত করা যাবে। আকসাকভ দাবি করেন, ২০২২ সালের প্রথম দুই মাসে রাশিয়া ও চীনের মধ্যে বাণিজ্য ‘৪০ শতাংশের বেশি’ বৃদ্ধি পেয়েছে। তিনি পূর্বাভাস দেন, এ হার আরও বাড়বে। বিশেষ করে সুইফটের বিকল্প বের করতে পারলে বাণিজ্যের হার আরও বাড়তে থাকবে। ক্রিপ্টোনিউজ

সর্বশেষ খবর